বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরায়েলের বর্বরোচিত হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য অর্থ সহায়তা পাঠাতে বিকল্প ব্যবস্থা নিয়েছে দেশটির দূতাবাস। এখন থেকে মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠানো যাবে।
এর আগে এতদিন দূতাবাসে গিয়ে টাকা দিতে হতো। কিন্তু সেখানে অনেক মানুষের ভিড় হওয়ায় করোনার কথা ভেবে সাতদিন চলার পর ২০ মে থেকে এটি বন্ধ করা হয়।
রাজধানীর বারিধারার ফিলিস্তিনি দূতাবাসে গিয়ে দেখা যায়, সেখানে নানা পেশার লোক গিয়ে ফিলিস্তিনিদের জন্য অর্থ সাহায্য দিচ্ছেন। এদের মধ্যে ছাত্র, শিক্ষক, ইঞ্জিনিয়ার, সরকারি ও বেসরকারি চাকরিজীবী, সেনাবাহিনীর লোক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নগদ অর্থ সহায়তা দিচ্ছেন।
সেখানে যাওয়া উত্তর বাড্ডার অধিবাসী ও সন্ধানী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম রহমান দুর্জয় জানান, ‘আমরা মানবিক জায়গার দায়বদ্ধতা থেকে এখানে এসেছি। আমাদের বন্ধু প্রতিম ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েল কর্তৃক যে বর্বর নির্যাতনের শিকার হচ্ছে, আমরা এসেছি তাদের সহমর্মিতা জানাতে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি।’
তার সহযোগী ইকবাল খান জাহিদ বলেন, ‘আমি বাংলাদেশের অন্যান্য মুসলিম ভাইদের অনুরোধ করব ফিলিস্তিনির ক্রাইসিস মুহূর্তে তারা যেন এগিয়ে আসেন।’
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মাহতাব উদ্দিন বলেন, ‘ফিলিস্তিনি জনগণ নির্যাতিত। মুসলিম উম্মাহ হিসেবে আমরা তাদের সাহায্য করতে এসেছি। আমরা তাদের কল্যাণ চাই।’