লেখক/প্রতিবেদক, সাংবাদিক কাজল : ময়মনসিংহ বিভাগের জামালপুর মাদারগঞ্জ থানা ৭ নং ইউনিয়নের অধীনস্থ ৪ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।
চোখে আগুন, তবু নীরব। যেন এক নির্বাক বিদ্রোহ—মুখ নেই, তবু ভাষাহীন নয়। কাজলে’র ক্যামেরায় বন্দি করেছে সেই দৃষ্টি, যেখানে প্রতিচ্ছবি কথা বলে—গুম, মামলা, ধর্ষণ, দ্রব্যমূল্য, দুর্নীতি, বিচারহীনতা, সবকিছুর বিরুদ্ধে।
এই ছবি যেন এক নীরব কবিতা, যা বলে—কথা বললেই হুমকি, প্রতিবাদ করলেই মামলা। হাসপাতালের বেডে নিঃশ্বাস না পাওয়া মানুষ, স্কুলে নিরাপদ নয় শিশু, আর ঘরেও আতঙ্কে নারী। শ্বাস নেওয়াটাই যেন আজ অপরাধ।
লেন্সের প্রতিটি ফ্রেমে ফুটে উঠেছে পোড়া জীবন, চোখে লেখা কষ্ট, আর প্রশ্ন—“আমরা কি সত্যিই স্বাধীন?” শুভর তোলা এই ছবি কোনো রাজনৈতিক রং নয়, পক্ষপাতহীন এক প্রতিবাদ—যা নিঃশব্দে বলে যায়, “আমি দেখেছি, আমি জানি, আমি নীরব নই।”
এ শুধু ছবি নয়—এ এক জাতির অন্ধকার অধ্যায়ের জ্বলন্ত কবিতা। যেখানে মাদক, খুন, ধর্ষণ, দুর্নীতি, খাদ্যে ভেজাল, ক্ষমতার দম্ভ আর ন্যায়ের অভাব মিলেমিশে এক বিভীষিকা রচনা করেছে। আর সে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি চোখ—যা আগুনের মতো নীরব।
এক জাতির প্রতিবাদী ছবি—যে ছবি চুপ করেও কেঁদে ওঠে।
হট লাইন: ০১৭৫৮-০৮৮৯৯৭