বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনের ছিটমহল গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আল-মাদৌন পরিবারের পাঁচজনসহ ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে মঙ্গলবার আল-জাজিরা এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলায় অন্য একটি বাড়ির কমপক্ষে সত সদস্য নিহত হয়েছেন। সেখানেও অনেকে আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, হামাসকে নির্মূল করতে গাজায় অবিরাম হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।