মোঃ আব্দুল আউয়াল খান, কেন্দুয়া (নেএকোনা) : নেত্রকোনার কৃতি সন্তান, ভাটি বাংলার সিংহ পুরুষ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সংবর্ধনা দিয়েছেন নেত্রকোনা জেলা বিএনপি।
২৪ ফেব্রুয়ারি রবিবার বিকেলে নেত্রকোনার মুক্তাপাড়া মাঠে নেত্রকোনার ভাটি বাংলার সিংহ পুরুষ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সংবর্ধনা দিয়েছেন নেত্রকোনা জেলা বিএনপি।
জেলা বিএনপির আহবায়ক ডাঃ আনোয়ারুল হক এর সভাপতিত্বে- আলোচনা ও সংবর্ধনা কার্যক্রম শুরু হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটি বাংলার সিংহ পুরুষ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
পরিচালনা করেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম সোজা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক এডভোকেট নুরুজ্জামান,যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান দুদু, সদস্য আশরাফ উদ্দিন খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- নেত্রকোনা জেলার ১০টি উপজেলা ও পৌর সভার বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
নেত্রকোনা জেলার বিএনপি নেতা কর্মীদের সাথে কথা বলে জানা যায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আওয়ামী লীগের শাসনামলে
১৭বছরের বেশি জেল হাজতে কারাবাস ছিলেন।
১৭বছরের বেশি কারাবাসের মুক্তির পর ব্যাংককে চিকিৎসার শেষে নেত্রকোনা তার নিজ এলাকায় আসলে এই সংবর্ধনা দেন জেলা বিএনপির আহবায়ক ডাঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
বক্তব্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন- আমাকে ১৭বছরের বেশি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বেআইনি ভাবে জেলে রেখে ১০বছর, ১৪বছর, যাবজ্জীবন ও মৃত্যুদন্ড দিয়েছিলেন আল্লাহ সহায় আমাকে কিছুই করতে পারে নাই।
আমি নেত্রকোনার সন্তান হিসেবে এই অন্তবর্তী সরকারের কাছে বলতে চাই অচিরেই নির্বাচনের ব্যবস্হা করুন। সাধারণ মানুষ ভোটের অধিকার যেন ফিরে পায় আর আমি যেন এই এলাকার উন্নয়ন করে তাদের পাশে থাকতে পারি।
পরে অনুষ্ঠান শেষে হযরত শাহ কমরউদ্দিন রুমি রহমতুল্লাহর কবর জিয়ারত করে তার গ্রামের বাড়ি মদন চলে যান।