সাইফুল ইসলাম তুহিন স্টাফ রিপোর্টার : নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দলের ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে এই নতুন কমিটি গঠিত হয়েছে, যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।
বিগত ১৬ বছর ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মামলা, হামলা ও কারাবাসের মধ্য দিয়ে গেছেন দলের অন্যতম ত্যাগী নেতা আবুল বয়ান মামুন। একের পর এক মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে মাসের পর মাস কারাগারে কাটাতে হয়েছে তাকে। জামিন পেলেও বাড়িতে স্বাভাবিকভাবে অবস্থান করতে পারেননি ৭ দিনের বেশি।
তবে এসব বাধা কখনোই তাকে দমিয়ে রাখতে পারেনি। বরং তিনি আরও দৃঢ় সংকল্প নিয়ে দলের আদর্শের প্রতি অবিচল থেকেছেন। দল পরিবর্তনের প্রলোভন কিংবা ভয়ভীতি কোনো কিছুই তাকে জাতীয়তাবাদী রাজনীতির পথ থেকে সরাতে পারেনি।
বেগমগঞ্জে জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত আবুল বয়ান মামুন সবসময় নেতাকর্মীদের পাশে থেকেছেন। তার ত্যাগ ও অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি নতুন আহ্বায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।
তিনি বলেন, “আমি সবসময় সুস্থ রাজনীতি ও জনগণের সেবার লক্ষ্যে কাজ করে যাবো। সুখে-দুঃখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য।”
নেতাকর্মীরা মনে করছেন, নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে বেগমগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী রাজনীতি আরও শক্তিশালী হবে। বিশেষ করে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের ভূমিকা নতুন কমিটিতে আরও গুরুত্বপূর্ণ হবে। নতুন কমিটির নেতৃত্বে জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দল সুসংগঠিত হয়ে আগামী দিনে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।