আজ সোমবার সকালে নয়াপল্টন দলীয় কার্যালয়ের নীচ তলায় বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো বক্তব্য রাখেন ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, বরকত উল্লা বুলু, আমান উল্লা আমান, রুহুল কবির রিজভী আহমেদ, শামসুর রহমান শিমুল বিশ্বাস, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, আবুল খায়ের ভুইয়া, নাজিম উদ্দিন আলম, মোঃ মোস্তাক মিয়া, কামরুজ্জামান রতন, শরাফত আলী সফু, আবদুস সাত্তার পাটয়ারী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।