মোঃনুহু ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক জমির বিরোধের জের ধরে বিরোধপূর্ণ জমিতে ঘর উঠানকে কেন্দ্র করে দ্বিতীয় স্বামীর হাতে স্ত্রী নিহত হয়েছে। মৃত্য আমেনা বিবি তার প্রথম স্বামী ধলা মিয়ার মৃত্যুর পরে তার দেবর নসু মিয়াকে বিবাহ করেন। তার তিন ছেলে মেয়ের সাথে নসু মিয়ার জমিজমা নিয়ে বিরোধ। সকাল ৯টার দিকে রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া নামক স্থানে পারিবারিক জমির বিরোধের জের ধরে বিরোধপূর্ণ জমিতে নসু মিয়া ঘর তুলতে যায়। ঘর তুলতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি মারামারির ঘটনা ঘটে। নসু মিয়া নিহত আমেনা বিবিকে কিল-ঘুষি ও লাথি মারলে সে ওখানেই অচেতন হয়ে পরে। সন্তানরা তাদের মাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত্য বলে জানান। নিহত আমেনা বিবির দ্বিতীয় স্বামীর কোন সন্তান নেই বলে জানাযায়। তাৎক্ষণিকভাবে পুলিশ নসু ঘরামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।
উপজেলার থানা অফিসার ইনচার্জ আসাদুল রহমান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনার সাথে সম্পৃক্ত মূল আসামি নসু মিয়াকে গ্রেফতার করি। ময়নাতদন্তের জন্য মৃত্য দেহটি পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে