মোঃনুহু ইসলাম স্টাফ রিপোর্টার : ২ ডিসেম্বর পটুয়াখালী জেলা গলাচিপা অফিসার্স ক্লাব মাঠে গলাচিপা উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় প্রান্তিক কৃষকের উৎপাদিত কৃষি পণ্য ন্যায্যমূল্যে বিক্রয়ের জন্য গলাচিপা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ৮ ‘টার সময় সর্বস্তরের জনসাধারণ জন্য সাশ্রয়ী মূল্যে বিভিন্ন সবজি বাজার শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক ও নির্বাহী অফিসার মিজানুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, সদর ইউনিয়নের চেয়ারম্যান, জনাব জাহাঙ্গীর হোসেন টিটু, প্রেস ক্লাবের সভাপতি, মো. খালিদ হোসেন মিল্টন, সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল, সাংবাদিক মোঃনুহু ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডা. হাফিজ উল্লাহ, বিশিষ্ট ব্যাবসায়ী হাজী মনির হোসেন সহ বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণ।
এদিকে বিভিন্ন ক্রেতার সাথে কথা বলে জানা যায়, উপজেলা প্রশাসনের এ উদ্দোগকে স্বাগত জানায় তারা এবং বাজারের চেয়ে কম মূল্যে সবজি কিনতে পেরে উপজেলা প্রশাসকে ধন্যবাদ জানান।
নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, বর্তমানে সবজির যে দাম তাতে মধ্যবৃত্ত এবং নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে,আমরা বিভিন্ন কৃষকের সাথে কথা বলেছি তারা সরাসরি তাদের উৎপাদিত পন্য এখানে বিক্রি করবেন। প্রান্তিক কৃষকের ভাইদের সহযোগীতায় উপজেলা প্রশাসন তাদের জন্য উপজেলা অফিসার্স ক্লাবের পাশে সবজি’র বাজার নির্মাণ করে দিয়েছে, এতে কৃষক ভাইদের কোন দোকান ভাড়া ও খাজনা দিতে হবেনা। প্রয়োজনে তাদের কৃষিপণ্য পরিবহনের ব্যাবস্থা করা হবে। যার ফলে প্রতিদন ভোক্তা এ বাজার থেকে অনেক সাশ্রয়ী মূল্যে তরতাজা সবজি কিনতে পারবেন।