বঙ্গনিউজবিডি ডেস্ক: পদ্মার নাব্য ধরে রাখতে দ্বিতীয় পদ্মাসেতুর পরিবর্তে টানেল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পদ্মার নাব্য ধরে রাখতে দ্বিতীয় পদ্মাসেতুর পরিবর্তে টানেল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।
তিনি আরো বলেন, আগামী বছর যখন একে একে চারটি মেগাপ্রকল্প বাস্তবায়ন করা হবে তখন বিএনপির নেতারা চোখে শর্ষে ফুল দেখবেন।
ওবায়দুল কাদের বলেন, ইউপি নির্বাচন থেকে বিএনপি নিজেদের সরিয়ে নিয়ে নিজেদের আরো বিচ্ছিন্ন করেছে।