শনিবার সকাল সাড়ে নয়টার দিকে জেলে সায়ম হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। মাছ দুটিকে স্থানীয় শাকিল সোহান মৎস্য আড়তে নিয়ে গেলে স্থানীয়রা এক নজর দেখতে ভিড় করেন। অনেকে আবার মাছের সঙ্গে সেলফি তুলতেও ব্যস্ত হয়ে পড়েন।
দৌলতদিয়া ফেরিঘাটে মাছ ব্যবসায়ী ও শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট বলেন, শনিবার সকালে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর ঘাট এলাকায় জাল ফেলে জেলে সায়ম হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। আড়তে নিয়ে গেলে বাগাইড় মাছটিকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে ২৫ হাজার ২০০ ও কাতল মাছটিকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২১ হাজার টাকায় বিক্রি করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝে মধ্যেই এমন বড় বড় আকৃতির মাছ ধরা পড়ছে। এতে স্থানীয় জেলেরা গত বছরের লোকসান পুষিয়ে লাভবান হচ্ছেন ও পরিবারে স্বচ্ছলতা আসছে।