1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৫ মার্চ ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নুরুল আলম নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন রাঙামাটি জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৪ নেতাকে বহিষ্কার জিগজ্যাগ ইটভাটা মালিকদের ব্যাংক ঋণ পরিশোধে ইটভাটা চালু রাখার দাবিতে কেন্দুয়া পৌরশহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিহাতীতে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন, দোষীদের বিচার দাবী রাজবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঠাকুরগাঁও: ৩ বাংলাদেশিকে আটক করে বিএসএফ, বিজিবির চেষ্টায় ফেরত পতেঙ্গায় মব তৈরি করে পুলিশকে মারধরের ঘটনায় জড়িত সবাই আটক ‘ঈদের খুশি, ইনফিনিক্সে বেশি’ – নিশ্চিত ক্যাশব্যাক ও স্মার্টফোন জেতার সুযোগ ইসলামী ব্যাংকের সঙ্গে কমার্স প্লেক্স লিমিটেডের রেমিট্যান্স সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত বাংলাদেশের খাদ্যে ভেজাল: জনস্বাস্থ্যের হুমকি ও নিরাপদ খাদ্যের উপায়

পদ্মা সেতু দিয়ে স্বর্গে যাবো: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পদ্মা সেতু প্রকল্পের দুর্নীত ঢাকতে ঘোষিত বাজেটে লুণ্ঠনকারীদের সাহায্য করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,‘সরকার পদ্মা সেতু নির্মাণ করেছে সাড়ে আট হাজার কোটি টাকার প্রোজেক্ট, ত্রিশ হাজার কোটি টাকার পর্যায়ে নিয়েছে। বাকি সব টাকা চুরি করেছে। আমরা যখন ছাত্র ছিলাম, রাজপথে স্লোগান দিতাম…। তখন ১০ টাকা তেলের দাম বাড়লে বিরাট দাম বেড়ে যেত। তখন আমরা বলতাম ১০ টাকার তেল খেয়ে স্বর্গে যাবো। এখন বলতে চাই, ওই ব্রিজের টোল দিয়ে এবং পদ্মা ব্রিজ দিয়ে স্বর্গে যাবো।

শুক্রবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি যৌথভাবে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

মির্জা ফখরুল,আজকের সরকার অনির্বাচিত সরকার। সরকার গতকাল বাজেট ঘোষণা দিয়েছে। এই বাজেট জনগণের জন্য নয়। এই সরকার জনগণের শত্রু। এই বাজেট জনগণের গণশত্রু হিসেবে ঘোষণা হয়েছে। যারা টাকা চুরি করলো, ডাকাতি করলো, লুণ্ঠন করলো তারা ৭ শতাংশ ট্যাক্স দিয়ে টাকা দেশে ফেরত আনতে পারবেন। এবং কেউ প্রশ্ন করতে পারবে না। হাইকোর্ট থেকেও প্রশ্ন করা যাবে না। যারা বাজেট দিলো তারা কি সাধারণ মানুষের সরকার নাকি লুটেরা চোর ডাকাতদের সরকার?

তিনি বলেন ,শিল্প কারখানায় যে গ্যাস ব্যবহার করা হয় সেই গ্যাসের দামও বাড়বে। এভাবে প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি রাতারাতি বাড়তে থাকবে। আজকের বাজেট পাস করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থাৎ পুলিশ বাহিনী ও ম্যাজিস্ট্রেট এর জন্য বাড়ানো হয়েছে। সরকার সাধারণ জনগণের পাশে অতীতেও ছিল না বর্তমান জনগণকে নিয়ে চিন্তাভাবনা করে না।

বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী জনগণের ভোটের প্রধানমন্ত্রী। আজ বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না । অন্যায়ভাবে তাকে বন্দী করে রাখছে। মিথ্যা মামলায় অসংখ্যা নেতাকে গ্রেফতার করে রাখছে। শেখ হাসিনার কবল থেকে আমাদের অবশ্যই মুক্তি পেতে হবে। আর এই মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশের মানুষ কখনো স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকারকে পছন্দ করে নাই।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনদের বলছি এখনো সময় আছে পদত্যাগ করুন। এমন এক সময় আসবে আপনারাপালানোর সময় পাইবেন না।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক এবং দক্ষিণে সদস্যসচিব রফিকুল আলম মজনুর যৌথ সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ,নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, ইকবাল শ্যামল,শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল , মহিলা দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক হেলেন জেরিন খানসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com