দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : ১২’ই রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হযরত মুহাম্মদ (সা:) জন্মদিন,
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাবেক সফল মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দাউদকান্দির মাটি ও মানুষের নেতা জননেতা ড. খন্দকার মোশারফ হোসেনের রোগ মুক্তি ও পূর্ন সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে দাউদকান্দি উপজেলার ৩নং বারপাড়া ইউনিয়নের সাতপাড়ার খান বাড়ীতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৩ নং বারপাড়া ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি ও ওই ইউনিয়নের ৩নং বারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রর্থী মো. সেলিম খানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং বারপাড়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মো.আলাউদ্দিন আল আজাদ। অন্যান্যদের মধ্যে ছিলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সাবেক সভাপতি মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া, ৩নং বারপাড়া ইউনিয়ন বিএনপি শাখার সভাপতি লুৎফুর রহমান মাস্টার, হাসানপুর কলেজের সাবেক জিএস সিএম মাসুম তালুকদার,ডক্টর খন্দকার মোশারফ ফাউন্ডেশন যুব কল্যাণ এর সাধারন সম্পাদক এনামুল হক সফর, সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আশরাফ হোসেন ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক মোঃ মজিবুর রহমান
দোয়া মোনাজাতের আয়োজন করেন মোঃ শাহিন খান সহ-সভাপতি ডঃ মোশারফ ফাউন্ডেশন যুব কল্যাণ। সার্বিক সহযোগিতায় মোঃ আনিসুর রহমান খান প্রচার সম্পাদক বারপাড়া ইউনিয়ন বিএনপিও ইউপি সদস্য ২ নং ওয়ার্ড ৩নং বারপাড়া ইউনিয়ন দাউদকান্দি কুমিল্লা।
দোয়া মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা হাফেজ ইব্রাহিম মোল্লা।
পরে ২শতাধিক এতিম কোরানের পাখি সহ প্রায় ৮শতাধিক বিএনপির নেতাকর্মীদের মধ্যাহ্ন ভোজ করানো হয়।