1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক গ্রেফতার বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকার নতুন কমিটি সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক লায়ন মো. এমরানুল হক সালমা হত্যা মামলার আসামি গ্রেপ্তার আওয়ামী স্বৈরাচারের দোসররা দূর্নীতি করে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে আছে : আমিনুল হক শীতকালীন সাহিত্য উৎসব পল্লী কবি জসীম উদ্দিন পদক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘুরে আসুন সীতাকুণ্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে অপহরণের ২৩ দিনেও মিলেনি মাদ্রাসাছাত্র মোতাসিম বিল্লাহর সন্ধান গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন ‘সামাজিক ন্যায়বিচারে রুবি গজনবী পুরস্কার জিতল নারীপক্ষ “ ঠাকুরগাঁওয়ের বাজারে উঠছে নতুন আলু : দাম পেয়ে খুশি কৃষকেরা

পবিত্র মাহে রমজানের প্রস্তুতির লক্ষ্যে শাবান মাস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আসছে পবিত্র মাহে রমজানুল মোবারক। রমজান মাসের আমল ও ইবাদতের গুরুত্ব অপরিসীম। তবে যে মাসের সমাপ্তিতে এই মহিমান্বিত মাসের আগমন সেই শাবান মাসের ও রয়েছে বিশেষ গুরুত্ব ও ফজিলত।

শাবান মাসকে রমজান মাসের প্রস্তুতির মাস হিসেবে গ্রহণ করে রাসূল সা: বিশেষ দোয়া করতেন এবং সাহাবিদেরও শিক্ষা দিতেন। রাসূল সা: এই বলে দোয়া করতেন যে, ‘হে আল্লাহ রজব ও শাবান মাসে আমাদের বিশেষ বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও।’

রমজান মাসের প্রস্তুতির লক্ষ্যে শাবান মাসকে বিশেষ গুরুত্ব দিতেন। হজরত আয়েশা রা: বর্ণনা করেন- রাসূল সা: শাবান মাসের চাঁদের কথা এত গুরুত্বের সাথে স্মরণ করতেন যা অন্য মাসের বেলায় হতো না। মাহে রমজানের মর্যাদা রক্ষায় এবং এর হক আদায়ের অনুশীলনের জন্য রাসূল সা: শাবান মাসে অধিক হারে রোজা রাখতেন।
শাবান মাসের বৈশিষ্ট্যের অন্যতম হলো- এ মাসের পঞ্চদশতম রাত যা শবেবরাত হিসেবে পরিচিত। এ রাতেরও রয়েছে বিশেষ তাৎপর্য। শাবান মাস হলো মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করার মাস। তাই রমজান মাসের প্রস্তুতি গ্রহণে শাবান মাসের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম।

শাবান মাসের পরিচিতি : ইসলামী বর্ষপঞ্জিকায় অষ্টম মাস হলো শাবান মাস। যা রজব ও রমজান মাসের মধ্যবর্তী মাস শাবান। এ মাস বড় পুণ্যময় ও ফজিলতময়। রমজানের আগমনী বার্তার মাস। রমজানের পূর্ববর্তী নিকটতম মাস হিসেবে এ মাসের গুরুত্ব ও ফজিলত অনেক।
রাসূল সা: বলেন, ‘রজব মাসে চাষাবাদ করে ইবাদতের বীজ বপন করো। শাবান মাসে তাতে পানি দাও এবং রমজান মাসে এর ফসল আহরণ করো।’

শাবান মাসের নামকরণ : শাবান আরবি শব্দ। যার অর্থ ছড়িয়ে পড়া, বিস্তৃতি লাভ করা। যেহেতু এ মাসে আল্লাহ তায়ালার অপার অনুগ্রহ ও দয়া বিস্তৃতি লাভ করে জগতবাসীর ওপর এবং মুমিনদের প্রতি এ মাসে তার বিশেষ কৃপার দৃষ্টির শাখা-প্রশাখা প্রসারিত হয়, তাই এ মাসকে শাবান নামকরণ করা হয়েছে। এ মাসে যারা রোজা রাখে তাদের জন্য রয়েছে অনেক কল্যাণ ও বরকত।

শাবান মাসের গুরুত্ব ও ফজিলত : প্রিয় নবী মোহাম্মদ সা: বলেন, ‘তোমরা রমজানের উদ্দেশ্যে শাবান মাসের চাঁদের হিসাব রাখবে। কেননা, শাবান মাসের চাঁদের হিসাব নির্ভুল হলে রমজানের চাঁদের বিষয়ে মতভেদ হবে না।’
মুয়াত্ব¡া এ ইমাম মালিকে বর্ণিত আছে, হজরত আয়েশা রা: বলেন, রাসূল সা: অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে অধিক রোজা রাখতেন। শাবান মাস এলে রাসূল সা: স্বীয় আমলের পরিমাণ স্বাভাবিক অবস্থা থেকে ব্যাপকহারে বাড়িয়ে দিতেন এবং সবাইকে অধিক নেক আমলের প্রতি উৎসাহ দিতেন।’

হজরত আয়েশা রা: বলেন, রাসূল সা: বলেছেন- ‘রমজান হলো আল্লাহর মাস। কেননা, রমজান মাসের রোজা রাখাকে তিনি ফরজ করেছেন। আর শাবান মাস হলো আমার মাস, অর্থাৎ এ মাসে রোজা ইত্যাদি নফল কাজ আমি সুন্নত করেছি। তাই শাবান মাস হলো পরিত্রাণকারী আর রমজান মাস হলো মোচনকারী।’

পুরো শাবান মাসজুড়ে আল্লাহর বান্দাদের জন্য রয়েছে অফুরন্ত পুণ্য ও সওয়াব অর্জনের সুবর্ণ সুযোগ। আল্লাহর সন্তুষ্টিকামী মুমিনদের জন্য আবশ্যক হলো সমগ্র মাসকে তারই ইবাদতে মনোনিবেশ করা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com