পোর্ট বন্ধ থাকায় আজ শুক্রবার বন্দরের ভেতর থেকে পণ্য লোড স্বাভাবিকভাবে বন্ধ রয়েছে তবে বন্দরের বাইরের এলাকার ব্যক্তিগত গোডাউন থেকে কোন মালামাল লোড হচ্ছে না।
এছাড়াও বেনাপোল শার্শা ঝিকরগাছা গদখালি থেকে লোড হচ্ছে না কোন সবজি বোঝাই ট্রাক। চাষিরা বলছেন, পরিবহন ধর্মঘট বেশিদিন চললে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
এদিকে, বেনাপোল ছেড়ে ঢাকা বা দেশের অন্য কোথাও যাচ্ছে না দূরপাল্লার পরিবহন। অভ্যন্তরীণ সকল রুটেও বন্ধ রয়েছে বাস চলাচল। ফলে ভারত-ফেরত সাধারণ যাত্রীরা পড়েছেন বিড়ম্বনায়। পরিবহন বন্ধ থাকায় ট্যাক্সির অতিরিক্ত ভাড়াও গুনছেন তারা।