পরীর এই স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পরে ফেসবুকে কারও নাম উল্লেখ না করে হুঁশিয়ারি করেন মিম। ‘পরাণ’-এর নায়িকার স্ট্যাটাসের পর বিষয়টি আরও উত্তাপের সৃষ্টি করে। যা এখন সোশ্যালে আলোচনা-সমালোচনার কেন্দ্রে।
পরী-মিমের এই স্ট্যাটাসের বিষয়ে অভিনেত্রী নিপুণের সঙ্গে আলাপ করলে তিনি বলেন, পরীমণি একটা ইঙ্গিতমূলক স্ট্যাটাস দিয়েছে, সেটা গণমাধ্যমে দেখেছি। কিন্তু সে কেন কিংবা কী উদ্দেশ্যে স্ট্যাটাসটি দিয়েছে তা আমাদের বোধগম্য নয়। গণমাধ্যমে যেভাবে বিষয়টি দেখলাম, তা একদমই তাদের ব্যক্তিগত বিষয় বলে মনো হলো।
পরীমণির স্ট্যাটাসের পরে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও একটি স্ট্যাটাস দেন ফেসবুকে। সেখানে তিনি কারও নাম উল্লেখ না করে হুঁশিয়ার করেন সবাইকে। লেখেন, ‘যে বা যারা কোনো ধরণের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই। তবে এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব। ভক্ত-শুভাকাঙ্খী ও ভালোবাসার মানুষদের এটাও বলতে চাই, কারও কোনো ধরণের মনগড়া মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।’
মিম আরও লেখেন, ‘মিথ্যা বানোয়াট কোনো তথ্য না ছড়ানোর জন্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের কাছে অনুরোধ জানিয়েছেন মিম। সেই সঙ্গে লিখেছেন, ‘আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরণের সত্যতা যাচাই বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না। কোনো ইউটিউব কিংবা পোর্টাল যদি আমাকে জড়িয়ে কোনো ধরণের ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্ট করে, তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হতে হবো।’
মিমের এই স্ট্যাটাস সম্পর্কে জানতে চাওয়া হয় নিপুণের কাছে। কিন্তু স্ট্যাটাসটি তাৎক্ষণিক দৃষ্টিগোচর না হওয়ায় কিছু বলতে পারেননি নিপুণ। তবে শিল্পীদের এমন কাদা ছোড়াছুড়ির বিষয়ে তিনি বলেন, আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি রয়েছে। সেখানে যদি কোনো শিল্পী অভিযোগ জানায়, তাহলে সংগঠন সেটা সমাধান করে থাকে। কিন্তু আপনি যে বিষয়টি বললেন, এই ব্যাপারে আমার জানামতে এখনো আমাদের সংগঠনে কোনো অভিযোগ আসেনি। এ কারণে তাদের ব্যক্তিগত বিষয় কোনো মন্তব্য করতে চাচ্ছি না।