মো: আল হোসাইন ঢাকা জেলা প্রতিনিধি : রাজধানীর পল্লবীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদ্য সাবেক সদস্যসচিব
আমিনুল হক এর পক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে ডেঙ্গু সতর্কতা ও ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে পল্লবীর ২ নম্বর ওয়ার্ড এলাকাজুড়ে লিফলেট বিতরণ করেছে পল্লবীর ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
ডেঙ্গু প্রতিরোধে এ জনসচেতনামূলক লিফলেট বিতরণ করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি।
লিফলেট বিতরণকালে স্থানীয় ও ভাড়াটিয়া বাসিন্দাদের ডেঙ্গুর বাহক এডিস মশা প্রতিরোধসহ ডেঙ্গু সম্পর্কে সতর্ক করা হয়। পাশাপাশি এডিস মশা প্রতিরোধে পুরো এলাকায় থাকা খাল ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান খান ও ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা এস এম জহিরুল ইসলাম,পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ পলাশ মোল্লাহ ও মিজানুর রহমান।
এছাড়াও লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন পল্লবী থানাধীন ২ ও ৯১ ওয়ার্ডের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।