এহ এম শাহজাহান কবির জুয়েল বঙ্গ নিউজ বিডি ফরিদপুর জেলা : আজ শুক্রবার বাংলার পল্লী কবি জসীমউদ্দীন এর-৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, ফরিদপুরের আয়োজনে জসীম উদ্দীন এর বাড়ির আঙিনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় জেলা পুলিশ ফরিদপুরের পক্ষ হতে কবি জসীম উদ্দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিসাবে জনাব, মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, জেলা প্রশাসক, ফরিদপুর ও জনাব মোঃ আব্দুল জলিল,পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ফরিদপুর, জনাব শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফরিদপুর, জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) ফরিদুপরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।