জানা গেছে, বাদল অনুসারী রামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি কক্সবাজারের ব্যবসায়ী মো. মিলন প্রকাশ মিলন বক্স (৩৫) ও সাহাদাত (৩৫) সিডিউল জমা দিতে গেলে মেয়র কাদের মির্জা অনুসারীরা তার ওপর হামলা করে। এ সময় মিলনের মাথা ফেটে যায়।
একই সময় সংঘর্ষে মুছাপুর ইউনিয়নের মেয়র কাদের অনুসারী মো. আলী প্রকাশ মাস্টার (৩৫) আহত হন। তাকে বাদল অনুসারী মনে করে মেয়র কাদের মির্জা অনুসারীরাই আহত করেছেন বলে জানা যায়।
একই দিন সকালে উপজেলার চরএলাহী থেকে আসা ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি লিটন (২৩) ও রিয়াজ উদ্দিন (২৪) পশুর হাট ডাকের সিডিউল জমা দিতে আসলে তাদেরও পিটিয়ে এবং তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
কোরবানির পশুর হাটের সিডিউল জমাকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, উপজেলা পরিষদ চত্বরে আহত মিলনকে রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেয়ার জন্য নেয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি।