বঙ্গনিউজবিডি ডেস্ক: পশ্চিমবঙ্গে চমক দেখাচ্ছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। এ রাজ্যে লোকসভার আসন ৪২টি। তার মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ আসনে এগিয়ে আছে দলটি। সবচেয়ে বড় খবর হলো বিজেপি নেতা দিলীপ ঘোষ বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের ফল অনুযায়ী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে পিছিয়ে পড়েছেন। দিলীপের চেয়ে আজাদ ৫০ হাজার ভোটে এগিয়ে আছেন। পশ্চিম মেদিনীপুরে ঘাটালে বড় ব্যবধানে এগিয়ে আছেন চিত্রনায়ক দেব। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিরন। শেষ খবর পাওয়া পর্যন্ত দেব পেয়েছেন দুই লাখ ৪৫ হাজার ৫৯৯ ভোট। হিরণ পেয়েছেন এক লাখ ৯৪ হাজার ৮০২ ভোট। অর্থাৎ ৫০ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন দেব।
অন্যদিকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে পিছনে ফেলে দিয়েছেন অভিনেত্রী জুন মালিয়াও।
জুন ১ লাখ ৬৩ হাজার ১২৬ ভোট পেয়েছেন দুপুর ১টা পর্যন্ত। অগ্নিমিত্রার থেকে তার প্রাপ্ত ভোটের ব্যবধান ৩৬,১৫০। অন্যদিকে, ঝাড়গ্রামে এখনও এগিয়েই তৃণমূল। তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন পেলেন ২ লাখ ৩ হাজার ২৯৪ ভোট। বিজেপির প্রার্থী প্রণত টুডু এখন ১ লাখ ৬২ হাজার ৪৬০ ভোট পেয়েছেন। ৪০ হাজার ৮৩৪ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। সন্দেশখালি ইস্যুতে তপ্ত বসিরহাটে সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছিল বিজেপি।
একই সঙ্গে বিজেপির কিছু নেতা এমনও দাবি করেছিলেন যে, সন্দেশখালিই হতে চলেছে এ বারের লোকসভা ভোটের সিঙ্গুর। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল সন্দেশখালি প্রভাব ফেলেনি তৃণমূলের ভোট ব্যাংকে। প্রায় তিন লক্ষ ভোটের ব্যবধানে এগিয়ে গিয়েছেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম।