বঙ্গনিউজবিডি ডেস্ক : পাওনা টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় রাজবাড়ীর পাংশা পৌর এলাকায় এক ব্যক্তিকে তিনদিন ধরে শিকলে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। পরে পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে।
মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে পৌরসভার সত্যজিৎপুর গ্রামে শহীদ শেখের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী পাবনা জেলার সুজানগর উপজেলার মৃত দিনু মোল্লার ছেলে মিঠু মোল্লা।
জানা যায়, মিঠু মোল্লা কয়েক বছর ধরে পাংশা শহরে ভাড়া বাসায় থাকে। সেই সূত্রে পাংশা শহরের শহীদ শেখের সঙ্গে মিঠুর পরিচয়। তিনি চারমাস আগে একটি জমি কিনে দেওয়ার মধ্যস্থতা করে শহীদ শেখের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নেয়। এরপর মিঠু মোল্লা জমিও দেয় না, টাকাও পরিশোধ করে না। এদিকে গত রোববার মিঠু মোল্লাকে বাড়িতে ডেকে এনে পায়ে শিকল পরিয়ে ঘরের বারান্দায় বেঁধে রাখে শহীদ শেখ। পরে মঙ্গলবার বিষয়টি পুলিশ জানতে পেরে তাকে উদ্ধার করে।
টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে মিঠু মোল্লা বলেন, চার মাস আগে জমির কথা বলে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়েছিলাম। তবে সেই টাকা আর ফেরত দিতে পারিনি৷
এ বিষয়ে শহীদ শেখ বলেন, আমাকে টাকাও দেয় না, আবার জমিও দেয় না। সবসময় পালিয়ে থাকে। এজন্য ধরে এনে বেঁধে রেখেছি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, এ ঘটনা শোনার পর পর ফোর্স পাঠিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। নির্যাতনের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ভুক্তভোগী যেহেতু টাকা পয়সা আত্মসাৎ করেছে, তাই তারা ভুক্তভোগীর বিরুদ্ধে মামলা করতে চাইলে মামলা করতে পারবে।