বঙ্গনিউজবিডি ডেস্ক: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ জিতেছে বাংলাদেশ নারী দল। তবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৫১ বল হাতে রেখে ৫ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয় সফরকারীরা। এবার সিরিজ বাঁচানোর ম্যাচে ফারজানা হক পিংকির দারুণ ব্যাটিংয়ের পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রানের পুঁজি দাঁড় করিয়েছে স্বাগতিকরা।
মঙ্গলবার (৭ নভেম্বর) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ইনিংসের এক বল বাকি থাকতে অলআউট হয় বাংলাদেশ নারী দল।
আজও উদ্বোধনী জুটি ২১ রানের বেশি হয়নি। মুর্শিদা খাতুন ১২ রানে আউট হয়ে যান। দলীত ৪৩ রানে সুবহানা মোস্তারি ১৬ রান করে ফেরার পথ ধরেন।
তারপর জ্যোতি ও ফারজানা মিলে গড়েন ৪৯ রানের জুটি। দলী ৯২ রানে সেটা ভাঙে ফারজানার রান আউটে। ফেরার আগে ৪০ রান করেন তিনি। ৮৮ বল খেলে তিনিও হাকান মাত্র তিনটি চার।
একটু পর ১৭০ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাকিস্তান।
পাকিস্তানের হয়ে সাদিয়া ইকবাল, নাশরা সিন্ধু নিয়েছেন দুটি করে উইকেট। এছাড়া ডায়ানা বাইগ, নিদা দার ও উম্মে হানি নিয়েছেন একটি করে উইকেট।