বঙ্গনিউজবিডি ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে শ্রীলঙ্কা।
আগেই ফাইনাল নিশ্চিত করেছে দুই দল। তাই এ ম্যাচ ফাইনালের আগে আরেকবার ফাইনাল খেলার মতোই।
রান তাড়ার ক্ষেত্রে দুর্দান্ত ফর্মে আছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের প্রথম ম্যাচে আগে ব্যাট করে আফগানিস্তানের কাছে হারে লঙ্কানরা। তবে পরে ব্যাট করে বাংলাদেশের ১৮৪ রানের বড় টার্গেট সহজেই টপকে যায় দাসুন শানাকার দল। সুপার ফোরের ম্যাচে আফগানদের দেওয়া ১৭৬ রানের টার্গেট সহজেই টপকে যায় লঙ্কানরা।
ভারতের বিপক্ষেও সুপার ফোরে রান চেজিংয়ে দারুণ দক্ষতা দেখায় লঙ্কানরা।