বঙ্গনিউজবিডি ডেস্ক : নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন না। মোস্তাফিজুর রহমান খরুচে বোলিং করলেন। ফিল্ডিংয়ে সুযোগ হাতছাড়া হলো। মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানের ওপেনিং জুটিতে ভরসা রেখেও কাজ হল না।
পাকিস্তানের বিপক্ষে ১৬৭ রান তাড়ায় বাংলাদেশ থেমেছে ৮ উইকেটে ১৪৬ রানেই। বাবর আজমদের বিপক্ষে ২১ রানের হারল বাংলাদেশ।
এ পরাজয়ে রীতিমতো হতাশ সাকিবের অনুপস্থিতিতে আজ দলের নেতৃত্ব পাওয়া নুরুল হাসান সোহান। অধিনায়োকচিত ইনিংসের ধারেকাছে দিয়েও যেতে পারেননি সোহান নিজেও। ৯ বলে মাত্র ৮ রান করেছেন।
সব মিলিয়ে এ পরাজয়ে হতাশ বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ হারের পর পরাজয়ের কারণ ব্যাখ্যা করলেন তিনি।
সোহান বললেন, ‘আমরা হতাশ। উইকেট ভালো ছিল এবং বোলাররাও ভালো করেছে। অবশ্যই আমাদের কয়েকটি ক্ষেত্রে উন্নতি করতে হবে। ব্যাটিং করতে গিয়ে মাঝখানের উইকেট বিলিয়ে দেওয়ার ফল ভোগ করলাম আমরা।
লিটন ও ইয়াসির দারুণ ব্যাটিং করেছে। কিন্তু আমরা পারিনি। যেমনটা বলছিলাম, সেখানে (মিডলঅর্ডারে) আমাদের উন্নতি করতে হবে।’