বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানে পার্লামেন্ট পুনর্বহালের রায় দিয়েছেন সুপ্রিমকোর্ট। আজ বৃহস্পতিবার দেশটির প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় দেন। একই সঙ্গে আদালত অনাস্থা ভোটের প্রস্তাব খারিজ করে দেওয়া ডেপুটি স্পিকারের সিদ্ধান্ত অসাংবিধানিক বলে রায় দিয়েছেন। আগামী শনিবার অনাস্থা ভোটের আয়োজন করারও নির্দেশ দেন আদালত।
আদালতের রায়ে বলা হয়, প্রেসিডেন্ট আরিফ আলভীর জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ। প্রধানমন্ত্রী ইমরান খান তার পদে পুনর্বহাল হবেন ও তার মন্ত্রী পরিষদও পুনর্বহাল হবে। এই রায়ে দেশটির বিরোধী দলগুলোর জয় হলো।
প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদলগুলোর আনা অনাস্থা ভোটের প্রস্তাব গত রোববার খারিজ করে দেন ডেপুটি স্পিকার। এরপর পরই প্রধানমন্ত্রী ইমরান প্রেসিডেন্ট আরিফ আলভিকে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার পরামর্শ দেন। পরে প্রেসিডেন্ট জাতীয় পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন। এই সিদ্ধান্ত মানতে না পেরে আদালতে যায় বিরোধী দলগুলো। আদালতও স্বতঃপ্রণোদিত নোটিশের শুনানি শুরু করে। টানা পাঁচদিন শুনানি শেষে আদালত এই রায় দিলেন।
প্রধান বিচারপতি আজ রায় ঘোষণার সময় ধার্য করার পর সুপ্রিমকোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সুপ্রিমকোর্ট ভবন ও আশপাশের এলাকায় দাঙ্গা পুলিশ ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
রায় ঘোষণার আগে আদালত নির্বাচন কমিশনের সচিবকে তলব করেন। নির্বাচন কমিশনের সচিব সংস্থাটির আইনি দল নিয়ে আদালতে হাজির হন। এ ছাড়া শাহবাজ শরিফ, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি আদালতে হাজির হন। এ ছাড়া সরকার ও বিরোধী দলের সমর্থক উল্লেখযোগ্যসংখ্যক আইনজীবী এবং সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীর উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।