চলুন তাহলে জেনে নিন এই সহজ রেসিপিটি-
যা যা লাগবে
কচু ছোট ১টি (ছোট টুকরো করা)
রসুন মাঝারি ১টি
পেঁয়াজ কুঁচি মাঝারি ১টি
নারকেল কুঁচি আধা কাপ
ধনিয়া পাতা পরিমাণমতো
সরিষার তেল ২ টেবিল চামচ
কাঁচামরিচ ৩-৪টি
সরিষা বাটা – ৪চা চামচ (না দিলেও হবে)
লবণ স্বাদমত
যেভাবে তৈরি করবেন
প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে মাঝারি আঁচে পেঁয়াজ কুচি, আস্ত রসুন, কাঁচামরিচ ভালোভাবে টেলে নিতে হবে। এরপর পানি কচু একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিন অথবা ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে। এবার টেলে নেওয়া উপকরণগুলোর সঙ্গে লবণ এবং ধনিয়া পাতা, গ্রেট করা কচু, সরিষা বাটা (না দিলেও চলবে) দিয়ে মিহি করে বেটে নিতে হবে। মিহি বাটা হয়ে গেলে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পানিকচুর ভর্তা।
গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন পানিকচুর ভর্তা।