বঙ্গনিউজবিডি ডেস্ক: পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের বড় ভাই এবং সাংবাদিক কে এম সাহিদ ফারুক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২১ জুলাই) রাজধানীর মহাখালীর সরকারি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার (২২ জুলাই) বাদ যোহর মোহাম্মদপুরের নুরজাহান রোডের বাইতুল ফজল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযা শেষে রায়েরবাজারস্থ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।