বঙ্গনিউজবিডি ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুন) দুপুর একটার দিকে উপজেলার শমসেরনগর বিমানবন্দর এলাকার পতনউষার বাজারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মৌলভীবাজার ও শ্রীমঙ্গল থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী প্রণজিত দেব নামে এক ব্যক্তি জানান, ট্রেনের আগুন আরও ভয়াবহ রূপ ধারণ করছে। আগুন তীব্র হচ্ছে। এখনো কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
কুলাউড়া স্টেশন মাস্টার মহিবুল ইসলাম জানান, ট্রেনটির ৪টি বগিতে আগুন লেগেছে। ৮টি বগি নিরাপদে সরিয়ে কুলাউড়া স্টেশনে এনে রাখা হয়েছে আর ৫টি বগি অক্ষত অবস্থায় ঘটনাস্থলে আছে। ফায়ার সার্ভিস এখনো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
তিনি আরও জানান, ট্রেনটি লেট ছিল। দুপুর ১২টা ৪৫ মিানেটে লংলা স্টেশন থেকে ছেড়ে আসে।