।। রাঙামাটি প্রতিনিধি।। রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পাহাড়ের চারণ সাংবাদিক খ্যাত একেএম মকসুদ আহমেদ মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় রাঙামাটি সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৯ বছর। তাঁর মৃত্যুতে রাঙামাটি জেলার সাংবাদিক মহল,রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠনে শোকের ছায়া নেমে এসেছে এবং রাঙামাটির সাংবাদিক সমাজ,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তাঁর কর্মজীবনে দীর্ঘ ৫৫ বছর সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি দৈনিক গিরি দর্পন,সাপ্তাহিক বনভূমি পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন এবং জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকায় কর্মরত ছিলেন।