বঙ্গনিউজবিডি ডেস্ক: নারায়ণগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কতৃক গঠিত কমিটিতে পুনরায় চেয়ারম্যান হিসাবে মনোনীত হয়েছেন বর্তমান চেয়ারম্যান সালমা ওসমান লিপি।
গত ১৫ নভেম্বর মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দিলীপ কুমার দেবনাথ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করলেও বিষয়টি প্রকাশ পায় ১৯ নভেম্বর শনিবার।
এর আগের মেয়াদেও সালমা ওসমান লিপি জাতীয় মহিলা সংস্থার নারায়ণগঞ্জ এর চেয়ারম্যান ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মহিলা সংস্থা আইন ১৯৯১ (১৯৯১ সনের ৯নং আইন) এর ১০ ধারার ৩ উপধারা মোতাবেক জেলা প্রশাসক নারায়ণগঞ্জ এর সুপারিশের ভিত্তিতে সমাজসেবী সালমা ওসমান লিপি, স্বামী: আলহাজ্ব একেএম শামীম ওসমান, সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৪ কে জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান, শিক্ষিকা প্রফেসর শিরীন বেগম, স্বামী: এড. সামছুল ইসলাম ভুইয়া, কামরুন্নেছা মিতালী, স্বামী: মোঃ ইকবাল, মাহমুদা রহমান ডালিয়া, স্বামী: হাবিবুর রহমান, ইসরাত জাহান স্মৃতি, স্বামী: মোঃ শামীম কে সদস্য করে পুনরায় মনোনীত করা হলো। কমিটির মনোনীত চেয়ারম্যান ও সদস্যগণ ১৫ নভেম্বর ২০২২ হতে দুই বৎসরের মেয়াদে স্বীয় পদে বহাল থাকবেন।