বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর গেন্ডারিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল আদি ঢাকা পিঠা মেলা। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অনুষ্ঠিত এই মেলায় হরেক রকমের পিঠা প্রদর্শন করা হয়।
গেন্ডারিয়ায় অবস্থিত ফজলুল হক মহিলা কলেজে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে ফ্রি বার্ডস ক্লাব।
৩ দিনব্যাপী এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) ও যুগ্ম সচিব খোন্দকার রুহুল আমিন। এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুল হক মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিলারা খানম।