সাগর আহমেদ জজ, (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবিরের সাথে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা। রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে দুপুর দেড়টার দিকে ক্লাবের সদস্যরা ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
ইউএনও রেজওয়ানা কবির সবার সাথে পরিচিতি হন এবং কুশলাদী বিনিময় করেন। সাক্ষাৎকালে ইউএনও পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের প্রতি আহবান জানান। পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা উন্নয়ন সাংবাদিকতার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে।
এ সময় ক্লাবের সভাপতি ও বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি ও কালবেলা প্রতিনিধি হাবিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সমাচার প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক নয়াশতাব্দি প্রতিনিধি খায়রুল ইসলাম, সদস্য ও জবাবদিহি প্রতিনিধি সাগর আহমেদ জজ প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎ শেষে নব যোগদানকৃত পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার জনাব রেজওয়ানা কবির-কে ক্লাবের পক্ষ থেকে ‘কংস স্মরণিকা’ ৩য় প্রকাশনা প্রদান করা হয়। পরে ইউএনও’র সাথে ফটোসেশনে অংশ নেয় ক্লাবের সদস্যরা।