মোঃ রিয়াদুল ইসলাম স্টাফ রিপোর্টার, সাভার : বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম এর নতুন কমিটির অনুমোদন দিয়েছেন রিয়াদুল ইসলাম জামাল, সভাপতি কেন্দ্রীয় কমিটি। ২১/০১/২০২৫ইং রোজ- মঙ্গলবার বিকাল ৩টার সময় কমিটি ঘোষণা করেন। উক্ত কমিটির কেন্দ্রীয় পদস্থ ব্যাক্তিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম এর সদস্যবৃন্দরা। কেন্দ্রীয় কমিটি তে যারা আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবেন –
কে এম আবুল হোসেন প্রধান উপদেষ্টা,
মোঃ কুতুব উদ্দিন উপদেষ্টা,
ইঞ্জিনিয়ার মোঃ নাজিম উদ্দিন উপদেষ্টা,
মোঃ রিয়াদুল ইসলাম জামাল প্রতিষ্ঠাতা সভাপতি,
মোঃ শাহাবউদ্দিন, সিনিয়র সহ সভাপতি,
মোঃ নাজমুল হাসান জুয়েল – সহ সভাপতি।
মাহবুবুল আলম রিপন – সহ সভাপতি।
মোঃ আনিসুজ্জামান – সাধারণ সম্পাদক
মোঃ আজগার আলী – সহ সাধারণ সম্পাদক।
মোঃ ইসাহাক দেওয়ান – সহ সাধারণ সম্পাদক
কাজী মোস্তাক আহমেদ – সাংগঠনিক সম্পাদক।
মোহাম্মদ ইমরান বিন ইসলাম – সহ সাংগঠনিক সম্পাদক।
নাছির উদ্দীন গাজী – সহ সাংগঠনিক সম্পাদক।
দ্বীন ইসলাম জুবা – সমাজ কল্যান বিষয়ক সম্পাদক।
আবু হায়াত – প্রচার সম্পাদক।
মালিক মাহদীর ইবনে জামান – আইন বিষয়ক সম্পাদক।
সাব্বির আলম বাবু – আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
মোঃ ফাহিম চৌধুরী – শিক্ষা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
নাইমুল হাকিম – ধর্ম বিষয়ক সম্পাদক।
মোঃ জামাল হোসেন – কোষাধ্যক্ষ।
আবু নাসের মহিউদ্দিন মোল্লা – দপ্তর সম্পাদক।
মোঃ রাসেল হোসেন – সহ দপ্তর সম্পাদক।
মোঃ রাশেদ সিদ্দিকী – কার্য নির্বাহী সদস্য।
মোঃ ব্রাভো সাকিল – কার্য নির্বাহী সদস্য।
মোঃ মুমিনুল ইসলাম – কার্য নির্বাহী সদস্য।
মোঃ তরিকুল মোল্লা -সদস্য।
মোঃ হাসিব রহমান – সদস্য।
মোঃ মিজানুর রহমান – সদস্য।
ফারহিন মোস্তফা – সদস্য
বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম এর সভাপতি বলেন – যাদের কে দায়িত্ব দেয়া হয়েছে আশা করি তারা সঠিক ভাবে পালন করবেন। সকল সাংবাদিক ভাইয়ের অধিকার আদায়ের জন্য কাজ করবেন। সাংবাদিক নির্যাতন এর বিরুদ্ধে কাজ করবেন। সকলে এক হয়ে হাতে হাত রেখে সাংবাদিক সমাজ কে আলোকিত করবেন। কেননা সাংবাদিক পেশা মহান পেশা। আমাদের যেকোনো ভাইয়ের বিপদে এগিয়ে আসবেন। কোন সাংবাদিক নির্যাতন হলে ঝাপিয়ে পড়ুন। সাংবাদিক এর উপর নির্যাতন বাংলার মাটিতে চলবে না। তার পাশাপাশি সবাই দূর্নীতি সরকার বিরোধী কাজ থেকে বিরত থাকবেন। শুভ কামনা রইল সকল পদস্থ ও সদস্যদের জন্য।