বঙ্গনিউজবিডি ডেস্ক : দক্ষিণ আফ্রিকার উইকেট সব সময়ই পেস সহায়ক, বাউন্সি আর গতিময়। বিশ্বের যেকোনো দেশের পেসারদের জন্য এটা স্বর্গ হওয়ার কথা। সদ্যঃসমাপ্ত ওয়ানডে সিরিজে বাংলাদেশি পেসাররা সেই দাপট দেখিয়ে দিয়েছেন। শেষ ম্যাচে পাঁচটিসহ মোট আট উইকেট নিয়ে তাসকিন আহমেদ হয়েছেন সিরিজসেরা।
তরুণ শরীফুল ইসলামও দুর্দান্ত বোলিং করেছেন। সাদা পোশাকে আছেন নিউজিল্যান্ডে দারুণ করা ইবাদত হোসেন। তাই টেস্ট ফরম্যাটেও গতি তারকাদের দিয়ে স্বাগতিকদের কাঁপিয়ে দেওয়ার পরিকল্পনা আঁটছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।
আগামীকাল বৃহস্পতিবার থেকে কিংসমিডে শুরু হতে যাচ্ছে প্রথম টেস্ট। তার আগে আজ মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল হক বলেন, পেসারদের কয়েকজন ওয়ানডে খেলেছে। গত কিছুদিন সেভাবে বিশ্রাম নিয়েছে। শক্তি ফিরে পেয়েছে। বেশ ফুরফুরে মেজাজে আছে। আমার চোখে, ওরা সবাই শারীরিক ও মানসিক দুই দিক থেকেই ভালো আছে। বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিততে হলে পেস বোলাররা খুবই গুরুত্বপূর্ণ। পেসাররা যদি ভালো জায়গায় বল করে, তাহলে আমরা ভালো করতে পারব। ওদের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ।
ডারবানের উইকেট নিয়ে ভিন্নমত আছে। বেশির ভাগের মতে এটা পেস এবং ব্যাটিং সহায়ক। আবার অনেকের মতে, এখানে পেসের পাশাপাশি স্পিনও ধরবে। মুমিনুলের বিশ্বাস, পেসাররা নিয়মানুযায়ী বল করলেই সাফল্য আসবে, সবাই জানেন, উইকেট পেসবান্ধব। অমনই হবে বলে মনে হয়। ঠিক জায়গায়, প্রক্রিয়ায় বল করা―আমার কাছে এটাই বড় ব্যাপার। প্রক্রিয়া অনুযায়ী বল করাটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা ছাড়া এখানে রান করা সম্ভব। কন্ডিশন অনুযায়ী রান করতে হবে। নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চ ও মাউন্ট মঙ্গানুইতেও রান হয়। কিন্তু পেস বোলাররা উইকেট বেশি পাবে।