বঙ্গনিউজবিডি, তানোর (রাজশাহী) প্রতিনিধি : বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের (প্রতিবন্ধী) ও সাধারণ শিশুদের নিয়ে রাজশাহীর তানোরে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, গান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা হলরুমে প্রতিবন্ধী ও সাধারণ শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, গান ও উপজেলা শিল্পীকলা একাডেমীর শিল্পীদের সংগীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বুদ্ধি প্রতিবন্ধী, অটিজম শিশু, সাধারণ শিশু এবং উপজেলা শিল্পকলা একডেমীর শিল্পীরা অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিক, উপজেলা কৃষি অফিসার মো. শামিমুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. বেলাল হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার সরকার, সানসাইন কেজি স্কুলের প্রধান শিক্ষক মো. সুলতান মাহামুদ বকুল প্রমুখ। পরে শিশুদের মাঝে শিশুখাদ্য ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।