রাঙামাটি প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটি শহরে শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্র শিবিরের আয়োজনে শহরের পৌরসভা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে নিউ কোর্ট বিল্ডিং ঘুরে এসে বনরূপা বাজার চত্বরে পথসভায় মিলিত হয়।
ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলার সভাপতি মোঃ শহিদুল ইসলাম শাফি এর সভাপতিত্বে ও সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটির আমীর অধ্যাপক আব্দুল আলিম।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মনসুরুল হক, জেলা শিবিরের সাবেক সভাপতি এ্যাডভোকেট হারুনুর রশিদ, আব্দুস সালামসহ আরো অনেকে।
প্রধান অতিথি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত সময়গুলোতে কখনো প্রকাশ্যে শিবিরকে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে দেয়নি। তাঁরা ছাত্রশিবিরকে জনবিচ্ছিন্ন করতে চেয়েছিল, আজ তাঁরাই দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
তিনি আরো বলেন ছাত্র শিবির আদর্শ ও চরিত্রবান নাগরিক তৈরি করে। শিবির কর্মীরা জীবন দেয় কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে না।