বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে আগামীকাল শুক্রবার (১৯ নভেম্বর) প্রথম টি-টোয়েন্টির জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে সফরকারী পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) অভিজ্ঞ মালিককে রেখেই এই দল ঘোষণা করা হয়।
পাকিস্তানের ঘোষিত ১২ সদস্যের দলে জায়গা হয়নি- আসিফ আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, সরফরাজ আহমেদ, শাহ নেওয়াজ দাহানি ও উসমান কাদিরের।
সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে। সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে ২০ ও ২২ নভেম্বর। টি-টোয়েন্টি শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান।
পাকিস্তানের ১২ সদস্যের দল:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।