বঙ্গনিউজবিডি ডেস্ক : অনাস্থা প্রস্তাবের ভোটে হেরে যাওয়ার আগেই প্রধানমন্ত্রী কার্যালয় ত্যাগ করেছেন ইমরান খান। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার নিজ পদ থেকে পদত্যাগ করার পর প্রধানমন্ত্রী কার্যালয় ত্যাগ করেন ইমরান খান।
দিনভর নানা নাটকীয়তার পর শনিবার রাতে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। আর এর মধ্য দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে বিদায় ঘণ্টা বাজে ইমরান খানের। তিনিই এখন পাকিস্তানের ইতিহাসে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়া প্রথম প্রধানমন্ত্রী।
আসাদ কায়সার জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করে পিএমএল-এন-এর আয়াজ সাদিকের হাতে দায়িত্ব হস্তান্তর করার পর, এটা স্পষ্ট হয় যে ইমরান খান অনাস্থা প্রস্তাবের ভোটে হারবেন। আর হারলেই পিটিআই নেতা ইমরান খানকে প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়তে হবে।
পিটিআইয়ের সিনেটর ফয়সাল জাভেদ খান এক টুইট বার্তায় জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী ইমরান খানকে সরকারি বাসভবন থেকে তিনি বিদায় জানিয়েছেন। টুইটে তিনি লেখেন ‘এইমাত্র ইমরান খানকে প্রধানমন্ত্রীর হাউস থেকে বিদায় দেখেছি। তিনি সদয়ভাবে বেরিয়ে গেলেন এবং মাথা নত করলেন না। তিনি পুরো জাতিকে উত্তোলন করেছেন।’
সিনেটর আরও জানান, তার মতো একজন নেতা পেয়ে তিনি পাকিস্তানি হিসেবে গর্বিত এবং তার মতো নেতা পেয়ে ধন্য বোধ করছেন।
পিটিআই নেতা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বানিগালায় তার বাসভবনের উদ্দেশে রওনা হন। সূত্র: জিও নিউজ