সুমন সিকদার জুরান পুর দাউদকান্দি : দাউদকান্দি-তিতাস বাসীর অহংকার বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবেদ আলী ভুইয়া এমপি মহোদয়।
একজন তিন বারের সফল পার্লামেন্ট সদস্য। বাংলাদেশের উন্নয়নের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন গভীর মনোযোগ দিয়ে গ্রামের সাধারণ মানুষের কথা শুনতেছেন এবং সাধারণ একটি জায়গায় বসে আছেন।সামাজিক অনেক আলোচনা শুনছেন এবং অংশ নিচ্ছেন।তার উদাহরণ যেন,মানুষের জন্য রাজনীতি। রাজনীতির জন্য মানুষ নয়। তার কালচার যেন বাংলাদেশের স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাজিক চলাফেরা।তার যৌবন কেটেছে দেশ রক্ষার কাজে।এখনকার সময় কাটে জনগণের উন্নয়নের চিন্তায়। কোন অসামিজকতা বা লোভ উনাকে স্পর্শ করেনি। কথাটা হয়তো অবিশ্বাস্য। কিন্তু এটাই সত্যি। উনার আইকন’হিসেবে আছে আপন সততা আর দৃঢ়তা।