সীমান্ত সিরাজ।।গার্মেন্টস সেক্টরে প্রযুক্তিগত জ্ঞানে দক্ষতা অর্জন ও নেতৃত্ব প্রদানে নারী শ্রমিকদের উৎসাহ প্রদানের লক্ষে মিডিয়ার সম্পৃক্ততা ও গুরুত্ব বৃদ্ধির উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার সাভার ওয়াইএমসিএ অডিটোরিয়ামে শুক্রবার সকালে এ কর্মশালার আয়োজন করে সেন্টার ফর কমিউনিকেশন এ্যাকশন বাংলাদেশ (সি-ক্যাব)।
প্রযুক্তি ও পরিচালনায় পোষাক শিল্পে নারীর জয় শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
সাভারে কর্মরত বিভিন্ন মিডিয়া ও পত্রিকার প্রায় ৫০ জন সাংবাদিক এ কর্মশালায় অংশগ্রহন করেন।
গার্মেন্টস সেক্টরে কর্মরত নারী শ্রমিকরা যাতে প্রযুক্তিজ্ঞানে দক্ষতা অর্জনের পাশাপাশি নেতৃত্ব গ্রহনের মাধ্যমে পোশাক শিল্পের উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখতে পারে সেজন্য সকল মিডিয়াকে কাজ করার আহবান জানানো হয়।