নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার সাহস দেখানো মানবতাবাদী খ্যাতনামা ওই অভিনেত্রী এখন প্রশংসায় ভাসছেন। খবর আনাদোলুর।
তার পক্ষে দাঁড়িয়েছেন অনেক বিশ্ব নেতা ও শ্রেণি-পেশার মানুষ।এদের মধ্যে একজন হচ্ছেন- ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও আয়ারল্যান্ডের এমপি মাইক ওয়ালেস।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেছেন, নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় ‘স্ক্রিম ৭’ থেকে বাদ পড়েছেন হলিউড অভিনেত্রী মেলিসা ব্যারেরা, আমরা তার সাহসী বক্তব্যকে সাধুবাদ জানাই।# ফিলিস্তিন।
এছাড়াও এ অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক জো রোজ ব্রায়ান্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেছেন, মেলিসা ব্যারেরা কখনো চুপ থাকেন না, আমরাও চুপ থাকব না। তার এ বক্তব্যের পর ফিলিস্তিনি একটি পাতাকার ইমোজিও পোষ্ট করেছেন।
মার্কিন টিভি সিরিজ স্ট্রেনজার থিংস এর তারকা ভ্যান ডিয়েনও পাশে দাঁড়িয়েছেন মেলিসা ব্যারেরার। তিনি এক পোস্টে লিখেছেন, তাহলে আমরা এখন থেকে স্পাইগ্লাস ফিল্ম ( ‘স্ক্রিম ৭’ এর নির্মতা প্রতিষ্ঠান ) বয়কট করব, ইয়ে…। এটা লিখে পরে আবার তার এ পোস্ট মুছে ফেলেন তিনি।
উল্লেখ্য, গত মাসে গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে যে সব হলিউড তারকারা মার্কিন পার্লামেন্টে খোলাচিঠি দিয়ে ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন মেলিসা ব্যারেরা।