মোহাম্মদ তারেক : রাজধানীর পূর্বাচলের শেখ হাসিনা স্মরণীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মহামান্য রাষ্ট্রপতির সহধর্মিনী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. রেবেকা সুলতানা ।২৭শে ডিসেম্বর, বুধবার পূর্বাচলের ৩০০ ফিটে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গনে ভিত্তিপ্রস্তর স্থাপন করে ও বেলুন উড়িয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি ।এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় রাষ্ট্রপতির প্রদত্ত বাণী পাঠ করে শুনান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভারপ্রাপ্ত অধ্যাপক ড. ইফফাত জাহান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা। তিনি বলেন , জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সুখী সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গরতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা বেগবান করতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. রেবেকা সুলতানা বলেন , শিক্ষাই মানুষকে উন্নত করে গড়ে তুলে , সেভাবেই আমি আপনাদের গড়ে তোলার চেষ্টা করছি ।এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতির ছেলে চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান, বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টি এর ভাইস চেয়ারম্যান কে এম খালেদ ও রায়হান আজাদ , বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ছবি সংগ্রহ মোস্তাফিজুর রহমান মিন্টু