আজ বৃহস্পতিবার (১২ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্মসচিব মনীষ চাকমার সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে গত ২২ এপ্রিল ২২ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখান থেকে ১৪টি জেলার (চাপাইনবাবগঞ্জ, মগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট) সম্পূর্ণ ৮টি জেলার (সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী) আংশিক ফলাফলের ভিত্তিতে ৪০ হাজার ৮৬২ জনকে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শর্তসাপেক্ষে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
লিখিত পরীক্ষার ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd)-এ পাওয়া যাবে।