কুমিল্লা-১ আসন থেকে জাসদের প্রার্থী ধীমন বড়ুয়ার মনোনয়ন পত্র বাতিলের বিপরীতে করা আপিল মঞ্জুর করেছেন নির্বাচন কমিশন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসির অস্থায়ী এজলাসে আপিলের শুনানি শেষে ধীমন বড়ুয়ার মনোনয়নপত্রের বৈধতা দেয় ইসি।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কুমিল্লার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ঋণ খেলাপির অভিযোগে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে এমপি প্রার্থী ধীমন বড়ুয়ার মনোনয়ন বাতিল করেছিলেন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে ৪ ডিসেম্বর। সারা দেশ থেকে এই বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ৭৩১ প্রার্থীদের মধ্যে ৫৬১ জন্য তাদের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন।