1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ বিজয়ী জাতীয় ফুটবল দলের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল নিয়ে ডিআরইউ’র উদ্বেগ জনতার তোপের মুখে শেরপুরে হাসপাতাল ছেড়ে পালালেন তত্ত্বাবধায়ক শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয় প্রতিবেশীদের স্বার্থের কারণে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী গলাচিপে আবাসিক এলাকায় প্লাস্টিক রিসাইক্লিং কারখানা বন্ধের দাবি হাসিনার আমলে যারা নির্বাচন করেনি, তাদের নিয়ে সরকার গঠন করবে বিএনপি: বরকত উল্লাহ বুলু গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্যের সমর্থন কুমিল্লায় স্বেচ্ছাশ্রমে রাস্তা পরিষ্কার করলেন তরুণরা রাষ্ট্র সংস্কারই এই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

প্রার্থিতা তুলে স্বতন্ত্র প্রার্থীকে জড়িয়ে কাঁদলেন আ.লীগ নেতা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কিশোরগঞ্জ-১ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জাতীয় নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম পরিবারের সদস্য সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। একই সঙ্গে চাচাত ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলামকে সমর্থন দিয়েছেন।

এদিকে সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও বর্তমান সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দিয়েছে। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সৈয়দ সাফায়েত। ফলে এবার ভাই ও বোনের মধ্যে এ আসনে লড়াই হবে।

প্রার্থিতা প্রত্যাহার বিষয়ে রোববার (১৭ ডিসেম্বর) শহরের একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা করেন টিটু। সেখানে সাফায়েতকে সমর্থনের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে সাফায়েত ও টিটু পরস্পরকে জড়িয়ে ধরেন। এ সময় ডুকরে কাঁদতে থাকেন টিটু। সান্ত্বনা দিতে তার গাল ও কপালে চুমু দেন সাফায়েত।

টিটু বলেন, আমরা নৌকার বিরুদ্ধে নই। পরিবর্তন চাই, যোগ্য নেতৃত্ব চাই। স্বতন্ত্র রাখার মাধ্যমে নেত্রী সে সুযোগ করে দিয়েছেন।

সৈয়দ সাফায়েত বোন ডা. লিপির নানা অযোগ্যতা তুলে ধরেন। এক পর্যায়ে বলেন, মহিলারা কখনও নৌকার মাঝি ছিল না। তারা কখনও নৌকার মাঝি হতে পারেন না।

তিনি বলেন, বড় ভাই সৈয়দ আশরাফুল ইসলাম যে উন্নয়ন কাজ করে গেছেন, এরপর আর কিছুই হয়নি। বাবা ও ভাইয়ের সুনাম এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্যই প্রার্থী হয়েছি।

সৈয়দ সাফায়েত আরও বলেন, আমার বয়স ৬৮, বেশিদিন নেতৃত্ব দিতে পারব না। এবার কিছু করতে চাই। আগামীতে টিটু এমপি হবে। তাকে দলের সাধারণ সম্পাদক বানাব, সভাপতি বানাব।

সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে ও কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহীদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com