বঙ্গনিউজবিডি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন বাতিল হওয়া ৪২ জন প্রার্থী আপিল করেছেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) আপিল গ্রহণ ও নিষ্পত্তির প্রথম দিনে আগারগাঁও নির্বাচন ভবনে এসব আবেদন জমা পড়েছে।
প্রার্থিতা ফিরে পেতে আপিল করা অধিকাংশ প্রার্থী স্বতন্ত্র এবং বেশির ভাগেরই শতাংশ ভোটার স্বাক্ষর জটিলতায় মনোনয়ন বাতিল হয়েছিল।
প্রার্থীতা ফিরে পেতে ময়মনসিংহ অঞ্চল থেকে বেশি আবেদন করেছেন। ময়মনসিংহ অঞ্চলে মোট ৩২৭ জন মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে ৮৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
এর আগে, সোমবার (৪ ডিসেম্বর) সারাদেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯৮৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৭৩১ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।