বিজয় ধর, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি : গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান সাংবাদিক কামাল আহমেদ বলেন, প্রেস কাউন্সিল অকর্যকর প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এ প্রতিষ্ঠান বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এ প্রতিষ্ঠান সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ না করে সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এখন সময় এসেছে নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তোলার।
তিনি আজ মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে গণমাধ্যম সংস্কার বিষয়ে তিন পার্বত্য জেলার সাংবাদিকদের মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি আরো বলেন, সাংবাদিক হয়রানি বন্ধ করতে আইন সংস্কারে কমিশন সরকারকে সুপারিশ করবে। ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানি মামলায় কোন সাংবাদিক যাতে হয়রানির শিকার না হয় সে উদ্যোগ নিতে হবে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কমিশন সদস্য গীতি আরা নাসরিন, মোস্তফা সবুজ ও ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।