বঙ্গনিউজবিডি ডেস্ক: প্লেনের চাকায় চড়ে বিদেশে পাড়ি দিতে চেয়ে আফ্রিকা মহাদেশের অনেকেরই প্রাণ গেছে। তবে এবারের ঘটনাটা একটু ভিন্ন। ভাগ্য গুণে আলজেরিয়ার এক নাগরিক বেঁচে গেছেন।
উত্তর আফ্রিকার দেশটির ওই নাগরিক বিমানের ল্যান্ডিং গিয়ারে চড়ে গেছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। ল্যান্ডিং গিয়ারে চেপে বসলেও প্যারিসে ওই ব্যক্তি জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার আলজেরিয়ার ওরান ছেড়ে আসা এয়ার আলজেরির একটি বিমান প্যারিসের ওরলি বিমানবন্দরে অবতরণ করে। বিমানটির কারিগরি পরীক্ষার সময় ওই ব্যক্তিকে ল্যান্ডিং গিয়ার কক্ষে খুঁজে পাওয়া যায়।
তবে বর্তমানে ওই ব্যক্তি হাইপোথার্মিয়ার কারণে আশঙ্কাজনক অবস্থায় আছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, ১৯৪৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৩২ জন মানুষ বাণিজ্যিক বিমানের ল্যান্ডিং গিয়ারে ভ্রমণের চেষ্টা করেছেন। যাদের ৭৭ শতাংশই মারা গেছেন।