বঙ্গনিউজবিডি রিপোর্ট : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ঢাকা-১৭ (গুলশান,বনানী, ঢাকা সেনানিবাস ও আংশিক ভাষানটেক) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান পাঠান ফারুক (৭৪) আজ সকাল সাড়ে ৮ ঘটিকায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকালে করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পল্লীবন্ধু এরশাদ-রওশন এরশাদ পুত্র ও রংপুর-০৩ (সদর-সিটি) আসন এর সংসদ সদস্য রাহ্গির আল মাহি সাদ এরশাদ।
তাঁর মৃত্যুতে শোক জানিয়ে সাংসদ সাদ এরশাদ বলেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘আবার তোরা মানুষ হ’ ও আলোর মিছিল সহ সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সুজন সখী, ঝিনুক মালার মতো অসংখ্য বাংলা চলচ্চিত্রে অভিনয় করে এই গুনি অভিনেতা কুড়িয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার। বাংলা চলচ্চিত্রের ভান্ডারকে সমৃদ্ধি করে যাওয়া এই বীর মুক্তিযোদ্ধাকে চলচ্চিত্র ও দেশের সাংস্কৃতিক বোদ্ধা মহল দিয়েছে ‘মিয়াভাই’ খ্যাতি।
শোক বিবৃতিতে তিনি আরও বলেন, তাঁর অভিনীত প্রতিটি চলচ্চিত্রে উঠে এসেছে গ্রামীণ মানুষের জীবনাচ্চিত্র। এদেশের মানুষ ও আগামী প্রজন্ম আকবর হোসেন খান পাঠান ফারুকের অভিনীত চলচ্চিত্র গুলোতে তাঁর নিপুন ও নিখুঁত অভিনয়কে শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন সাংস্কৃতিক অঙ্গনের প্রতিটি স্তরে।
দীর্ঘ পাঁচ দশকের অভিনয় জীবন ও রাজনৈতিক কর্মী, ৭১’র রণাঙ্গনের সাহসি এই যোদ্ধার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সাংসদ সাদ এরশাদ তাঁর শোকসন্তপ্ত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।