স্টাফ রিপোর্টার তাওলাদ হোসাইন : নারায়ণগঞ্জ সোনারগাঁ কাঁচপুর ব্রিজের নিচে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান নৃশংস গণহত্যা ও মুসলিম জনগণের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ সোনারগাঁ কাঁচপুর ব্রিজ হইতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেওয়ানবাগ পর্যন্ত পর্যন্ত মিছিলটি আবার ঘুরে এসে ব্রিজের নিচে এক ব্যতিক্রমধর্মী মানববন্ধন ও ভিক্ষুক মিছিল অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন অসংখ্য সাধারণ মানুষ,আজ শুক্রবার জুম্মার নামাজের পরে দুপুর দুইটার দিকে কাঁচপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে আশা মুসল্লী ও কাঁচপুর ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজনেরা যারা ফিলিস্তানের বিভিন্ন ব্যানার ও প্রতিবাদী স্লোগানের মাধ্যমে বিশ্ব বিবেককে জাগ্রত করার আহ্বান জানান।
গাজার অসহায় নারী ও শিশুদের ওপর পরিচালিত হামলায় এখন পর্যন্ত হাজারো মানুষ নিহত হয়েছে। শিশুদের হাত-পা, মাথা কেটে ফেলা, গুলি করে দেহের অঙ্গ বিচ্ছিন্ন করে দেওয়া এবং মৃতদেহ গর্তে ফেলে দেওয়ার মতো হৃদয়বিদারক ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এমনকি গাজার কৃষিজমি, ঘরবাড়ি ও হাসপাতাল দখল করে নেওয়া হয়েছে, যা মানবতার ওপর সরাসরি আঘাত ।
কাঁচপুর ব্রিজের নিচে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন,“আমরা মুসলিম উম্মাহর একতা ও মানবিক মূল্যবোধ থেকে আজকের এই প্রতিবাদ কর্মসূচি করেছি। ভিক্ষুকদের এই মিছিল আমাদের এই বার্তা বহন করে—যেখানে সামর্থ্য নেই, সেখানেও প্রতিবাদ থেমে নেই।” তারা আরও বলেন, “বিশ্ব শক্তিগুলোর নিরবতা অমানবিক ও প্রশ্নবিদ্ধ। অবিলম্বে গাজায় হামলা বন্ধ করতে হবে এবং তাদের সমস্ত পন্য
বয়কট করতে হবে দখলদারদের বিচারের আওতায় আনতে হবে।”
এই কর্মসূচি শুধুমাত্র একটি প্রতিবাদ নয়, বরং এক আত্মজাগরণের ডাক। একটি সুস্থ, মানবিক ও ন্যায়ভিত্তিক পৃথিবী গড়ার লক্ষ্যে বিশ্ব নেতৃবৃন্দকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান কাঁচপুর ইউনিয়নের সমস্ত মুসলিম জনতা ও আয়োজককারীরা