নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনিদের গাজা থেকে জোরপূর্বক উচ্ছেদ করে মিশরে বাস্তুচ্যুত করার বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, এটা হলে ‘পশ্চিম তীর থেকে জর্ডানে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার একটি দৃষ্টান্ত হবে।’
গাজা থেকে বিপুল সংখ্যক শরণার্থীকে মিশরের সিনাই উপদ্বীপে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করে আল-সিসি বলেন, এর মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্রের লক্ষ্য ‘নির্মূল’ করা হবে।
বুধবার (১৮ অক্টোবর) সাংবাদিকদের তিনি বলেন, যদি এটা হয়, আমি মিশরীয় জনগণকে আহ্বান জানাব তারা বেরিয়ে এসে এই প্রস্তাবপ্রত্যাখ্যান করুক। আপনি লক্ষ লক্ষ মিশরীয়কে রাজপথে দেখতে পাবেন।
ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন নয় গাজার সঙ্গে এমন একমাত্র সীমান্ত ক্রসিং ‘বন্ধ করেননি’ বলে মন্তব্য করেন তিনি। আল সিসি বলেন, ঘটনাস্থলের অগ্রগতি এবং ক্রসিং-এর ফিলিস্তিনি অংশে ইসরায়েলের বারবার বোমা বর্ষণ ত্রাণ তৎপরতাসহ অন্যান্য কর্মসূচি বাধাগ্রস্ত করেছে। সূত্র: আল আরাবিয়া